এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার এ কে এম নাসিরউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশ ক্যাম্পের একজন পুলিশ কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই ওই ক্যাম্পের অন্যান্য পুলিশ সদস্যদের নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্পটি লকডাউন করা হয়েছে।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সেখানে নতুন টিম পাঠানো হয়েছে। পুরোনো পুলিশ সদস্যরা সেখানে যারা কাজ করতেন তাদের করোনা পরীক্ষা করানো হবে। পরীক্ষায় নেগেটিভ আসলে লকডাউন তুলে দেওয়া হবে।’
করোনায় আক্রান্ত পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ক্যাম্পটির ইনচার্জ ছিলেন। তার অধীনে আট পুলিশ সদস্য ও দুজন আনসার কর্মরত ছিলেন।
বাচ্চু মিয়ার কয়েকদিন ধরে মাঝেমধ্যে জ্বর অনুভব করায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করা হয়। সোমবার সন্ধ্যায় জানতে পারেন করোনা পরীক্ষার পজিটিভ এসেছে তার।
ডিএমপির অন্য আরেকটি সূত্র জানিয়েছেন, লকডাউন হওয়ায় ক্যাম্পটি এখন আর কোনো পুলিশ সদস্য অবস্থান করবেন না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে শাহবাগ থানা থেকে দুটি মোবাইল টিম পাঠানো হবে।