গ্রাম্য এলাকায় মানুষের ভরসার একমাত্র অবলম্বন গ্রাম ডাক্তার গন। তাদের চিকিৎসার মাধ্যমে জনগনকে সুদীর্ঘকাল থেকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। বর্তমান মহামারী করোনা ভাইরাস এর সময়েও তাঁরা চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। তাদের সুরক্ষার কথা চিন্তা করে ফিরোজা মজিদ ট্রাস্ট সখিপুর ও সাতক্ষীরা জেলা সমিতির পক্ষ থেকে ২৪ জনকে PPE প্রদান করা হয়েছে । সুরক্ষা সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ, ফিরোজা মজিদ ট্রাস্টের উপদেষ্টা মোঃ শহিদুল ইসলাম, সেরাজুজ্জামান, ট্রাস্টের সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব। তাদেরকে সহযোগিতা করেছেন রোভার আবদুল কাদের, মোস্তফা সরদার ও আসাদুজ্জামান।