স্বর্ণপদক জিতে নেন ত্রিপুরার রাজধানী আগরতলার রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান’র একলব্য ক্যাম্পাসের ছাত্রী প্রিয়াঙ্কা শর্মা।২০১৮ সালে মহারাষ্ট্রের কে জে সোমাইয়া বিদ্যাপীঠের উদ্যোগে সংস্কৃত ভাষায় ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ শীর্ষক এক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরির প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন এলাকার সংস্কৃত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি চলচ্চিত্র নিয়ে অংশ নেন। প্রতিযোগিতায় আসা সব চলচ্চিত্রকে পেছনে ফেলে স্বর্ণপদক জিতে নেন ত্রিপুরার রাজধানী আগরতলার রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান’র একলব্য ক্যাম্পাসের ছাত্রী প্রিয়াঙ্কা শর্মা।প্রিয়াঙ্কা জানান, ৮ থেকে ১১ মার্চ পর্যন্ত মহারাষ্ট্রের কে জে সোমাইয়া বিদ্যাপীঠে যুব উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। তিনি এই চলচ্চিত্রটি নির্দেশনার পাশাপাশি অভিনয়ও করেছেন। এর আগেও একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতেছেন।