মোঃ মনির হোসেন শাহীন:এরমধ্যে একজন পালিয়ে যাই আর দুইজনকে আইসোলেশন এ নেওয়া হয় ।এরমধ্যে একজনের বাড়ি শ্যামগ্রাম ইউনিয়ন নাসিরাবাদ গ্রামের মানিকনগর বাজারের পশ্চিম পাশে।পিতার নাম . মীর আলী হোসেন। তার নাম আসমা বেগম ।তার বয়স আনুমানিক ২৬ /২৭ ।তাকে আইসোলেশন নেওয়া হয় আর ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের নামের তালিকা:
1-করম আলি
2-নাছির মিয়া
3-আসমা বেগমের মা ও তার দুই সন্তান
4-কাসেম মিয়া
5-মন্টু দাস
6-নুরু খন্দকার
7-সুন্দরী বেগম
8-আবু মিয়া
9-শাহ আলম
আশেপাশে কিছু বাড়ি লকডাউন করা হয় । করোনা আক্রান্ত রোগীর পরিবারের দায়িত্ব গ্রহণ করে।
অর্ণিবাণ সংসদ নাছিরাবাদ এর প্রধান উপদেষ্টা জনাব মু. খলিলুর রহমান, মহাপরিচালক প্রশাসন, প্রধানমন্ত্রীর কার্যালয়।
তাছাড়া সার্বিক সহযোগিতা করছেন
-অর্ণিবাণ সংসদ নাছিরাবাদ এর উপদেষ্টা মু. কাইয়ূম সরকার তপন ও সন্মানিত সভাপতি মু. সামসুজ্জামান খান মাসুম।
অর্ণিবাণ সংসদ নাছিরাবাদ এর সকল সদস্যবৃন্দ এ মহৎ উদ্যোগকে স্বাগতম জানিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সদা প্রস্তুত।
অর্ণিবাণ সংসদ নাছিরাবাদ এর আর্তমানবতার পাশে এসে দাঁড়ানোর প্রচেষ্টাকে একটি সময়পোযোগী বাস্তবমুখী পদক্ষেপ মনে করেছেন এলাকবাসী।