রেজাউল ইসলাম :প্রানঘাতী করোনা ভাইরাসের কারনে সৃষ্ট সাময়িক সংকট উত্তরোণের লক্ষ্যে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় বেসরকারি উদ্যোগে সর্ববৃহৎ কার্যক্রম হাতে নিয়েছে কে, এম লতীফ ইনস্টিটিউশন অ্যালামনাই এসোসিয়েশন।
করোনার লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া এসব অসহায় দুস্থ পরিবারগুলোর মাঝে সংকটকালীন মুহুর্তে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় রেখে ও নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বেশ কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এসোসিয়েশনের স্বেচ্ছাসেবকবৃন্দ। তারই ধারাবাহিকতায় আজ ১৭ই এপ্রিল রবিবার বা’দ মাগরিব পরম করুনাময়ের রহমত প্রার্থনার পরে ৩০০টি খাদ্য উপহার সামগ্রী প্যাকেট উপহারভোগীদের বাড়িতে পৌঁছে দেয়ার মধ্য দিয়ে এ মহতী উদ্যোগের শুভ বাস্তবায়ন করেন। এসময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়ার স্থানীয় গণমাধ্যমকর্মীসহ কে এম লতিফ ইনস্টিটিউশন এর বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
দক্ষিন বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কে,এম লতীফ ইনস্টিটিউশনের প্রক্তন শিক্ষার্থীদের এই সংগঠন সূত্রে জানা যায় যে, শহরের প্রায় দেড় হাজারের অধিক উপহারভোগী পরিবারের উপহারসামগ্রী ব্যবস্থার লক্ষ্যে মাঠে নেমেছেন অ্যাসোসিয়েশনের কর্মীবৃন্দ।
প্রতিটি পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী চাল-৫ কেজি, আলু-২ কেজি, ডাল-১ কেজি, পিঁয়াজ – ১ কেজি, তেল- ১ লিটার, সবান-১টি এবং একই সাথে প্রত্যেকের জন্য ওষুধ ও শিশু খাদ্য ক্রয় বাবদ নগদ অর্থ উপহার প্রদান করে তারা।
বৃহৎ এ কর্মযজ্ঞের সাথে যুক্ত আছেন বিদ্যাপিঠটির প্রতিষ্ঠাকাল (১৯২৮) থেকে শুরু করে সর্বশেষ (২০২০) ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে সংকট উত্তরোনের পূর্ব পর্যন্ত সাধ্যমত উপহার পাঠানো অব্যাহত থাকবে বলে সংগঠন সূত্রে জানা যায়।প্রিয় প্রাক্তনীদের এরকম সময়োপযোগী উদ্যোগকে দল-মত-নির্বিশেষে সকলেই সাধুবাদ জানিয়েছেন।