সম্প্রতি আমেরিকা প্রবাসী বাংলাদেশি ডাক্তার মাসুদুল হাসান এবং বাংলাদেশ মেডিকেলের রেসপেরটরি মেডিসিন বিভাগের প্রধান ডাঃ তারেক আলম আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন এর সম্মিলিত ব্যবহারে করোনা চিকিৎসা সফলতা পেয়েছেন বলে মন্তব্য করেছেন। যা বিভিন্ন সংবাদ মাধ্যমে বার বার প্রকাশিত হয়েছে। ফলে প্রাথমিক আশার আলো ভেবে অনেকে ঔষধটি সংগ্রহে রেখেছেন। যার কারনে কিছু সুবিধাভোগী ও অসাধু ব্যবসায়ী ঔষধটির কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের থেকে চড়া দামে বিক্রি করছেন বলে বিভিন্ন স্থান থেকে তথ্য আসতে দেখা যায়।
এমতাবস্থায় আইভারমেকটিন বাজারজাতকারী বাংলাদেশের প্রথম কোম্পানি হিসেবে পরিচিত ডেলটা ফার্মা লিমিটেড কতৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তাহারা জানান ২০০৬ সাল থেকে আজ অবধি প্রতিটি ট্যাবলেট ৫ টাকা মূল্যে বিক্রয় করে যাচ্ছেন। বহু চাহিদা থাকার পরও কতৃপক্ষ মূল্য বাড়ানোর কোন চিন্তা করে নাই এবং ঔষধটির সরবরাহের ঘাটতি নেই। এ বিষয়ে একটি গণ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে। যা সাধারণ মানুষের উপকারে আসবে বলে জানান।
তবে ঔষধটি ডাক্তারের পরামর্শে সেবন করা উচিত বলে বিশেষজ্ঞরা মনে করেন।