শেরপুর সদর উপজেলার সাপমারী গ্রামের দরিদ্র কৃষকের কন্যা, দশম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মনিরুজ্জামান মনির নামের এক সন্তানের জনক সহ মোট ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত মূল ব্যক্তি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ঘুরজান এলাকার নূর হোসেনের ছেলে।
২৫ মে সোমবার তাদের আটক করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়,মোবাইল ফোনে স্কুল ছাত্রীর সাথে ৪ মাস প্রেমের সম্পর্কের পর গত ২৪ মে বিকালে দেখা করার কথা বলে এক বন্ধুর বাড়ীতে আটকে রাখে ধর্ষক মনির। রাতভর ধর্ষনের ফলে কিশোরী মেয়েটি অসুস্থ হয়ে পড়লে শেরপুর জেলা হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষক মনির। খবর পেয়ে ধর্ষিতার আত্নীয়-স্বজন,এবং পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। ২৫ মে সোমবার রাতে বিশেষ অভিযান চালায় পুলিশ।এবং ধর্ষক মনির এবং তার দুই সহযোগীকে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মঙ্গলবার দুপুরে আদলতে প্রেরন করা হয় এবং ৭ দিনের রিমান্ডের আবেদন করা হলে আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভিকটিমের চিকিৎসা চলমান রয়েছে।