ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্য এবং তার স্ত্রী করোনাক্রান্ত। তারা ডাক্তারের পরামর্শক্রমে বাসায় চিকিৎসা নিচ্ছেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তাদের আশু সুস্থ্যতা কামনা করা হয়। বিএমএসএফ’র সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা আন্দোলনের পুরোধা জনাব আবু জাফর সূর্য একজন নিবেদিত প্রাণ।
আমরা তার অসুস্থতার সংবাদে ব্যথিত এবং মর্মাহত। সূর্য ও ভাবীর দ্রুত সুস্থতা কামনা করে সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি। পাশাপাশি সকলের কাছে তাদের সুস্থ্যতার জন্য দোয়া প্রার্থনা করছি।