সাংবাদিক ও বিবেক
সাংবাদিক তুমি
দংশিত হয়োনা
বিবেক তুমি
লজ্জিত হইওনা
বিবেক তুমি
জাগ্রত জনতার
আশার প্রতিফলন
জাতির তরী
বিবেক তোমাকে
ক্ষতবিক্ষত করছে
কিছু স্বার্থবাদী
তুমি আজ রক্তাক্ত
সাংবাদিক তুমি
অসহায়ের সহায়
তুমি নিরিহের প্রান
আশার প্রতিফলন
সাংবাদিক তুমি
রাষ্ট্রের প্রহরী
তুমি নির্যাতিতের
পক্ষের সৈনিক
তুমিই রাষ্ট্রের
সাহসী কলম যোদ্ধা
তুমি সাংবাদিক
জেগে ওঠো বারবার
তুমি সাংবাদিক
তোমাকে রাষ্ট্রের প্রয়োজনে
বারবার প্রমান করতে হয়
তুমিই অতন্দ্র প্রহরী।
[এটি কবিতা, গল্প কিংবা কোন উপন্যাস নয়। এটি একটি বাস্তবতা]
আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক, বিএমএসএফ।