সাকিব আলম মামুন, রাংগামাটি জেলা প্রতিনিধিঃসারাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাস কোভিড-১৯’র সংকট মোকাবিলায় কর্মহীন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্ভুক্ত লংগদু জোন।
আজ ১০ জুন (বুধবার) লংগদু সেনা জোনের অধীনস্থ লংগদু, মাইনীমুখ, করল্যাছড়ি ও ইয়ারাংছড়ি নামক এলাকায় বসবাসরত দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
দুর্গম পাহাড়ী অঞ্চলে বসবাসরত গরীব ও হতদরিদ্র মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং বাসায় গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় সেনা সদস্যরা। দুর্গম পাহাড়ী অঞ্চলে ত্রাণ সামগ্রী বিতরণের কষ্টসাধ্য ও কঠিন কাজটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করে লংগদু জোনের সেনা সদস্যরা। এই ত্রাণ (খাদ্য) সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, তৈল, লবন, পিয়াজঁ, আলু, সুজি, বিস্কুট ও সাবান ইত্যাদি। এলাকাবাসী এই নিত্য প্রয়োজনীয় সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি।
করোনা মহামারী শুরুর পর থেকেই দেশের সংকটময় মূহুর্তে জনসাধারনের সেবায় এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা মহামারী ও দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত দেশের গরীব, দুস্থ ও কর্মহীন মানুষদের সহযোগিতা অব্যাহত রাখবে ও আর্ত মানবতার সেবায় কাজ করে যাবে সেনাবাহিনী।
উল্লেখ্য, লেঃ কর্নেল মিরাজ হায়দার চৌধুুরী (পিএসসি) মহোদয়, লংগদু জোন কমান্ডার এই মানবতার কাজে নেতৃত্ব দিয়েছেন।