শাকিব মিয়া :ময়মনসিংহের তারাকান্দা উপজেলা একটি কৃষি নির্ভর উপজেলা।কৃষি কাজের পাশাপাশি অনেকে আবার মৎস্য চাষেও আগ্রহী হচ্ছেন। মৎস্য সম্পদ থেকে বছরে প্রায় আটশত কোটি টাকার মত আয় হয়। কিন্তু আজকাল দেখা যাচ্ছে অনেকেই সরকারি রাস্তার সাথে ফিসারী দিয়ে রাস্তার উপর ফিসারীর পাড় দিচ্ছে। এতে করে সরকারি রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। বছর না ঘুরতেই রাস্তাগুলো মেরামতের প্রয়োজন হয়ে পড়ে। আর এভাবেই দিন দিন হুমকির মুখে পড়ছে রাষ্ট্রীয় সম্পদ।সেই সাথে দিন দিন বাড়ছে জনগনের ভোগান্তি।
গত কয়েকদিন আগে তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুজ্জামান সরকার বকুল তার আইডিতে ভূষার বাজার টু রাজদারিকেল, আশিয়া মোড় টু নাকিজানি মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশা সম্পর্কে একটি পোস্ট করলে তা ইউ.এন.ও জনাব জান্নাতুল ফেরদৌসের নজরে আসে এবং অতিদ্রুত ফিসারীর পাড় নিজস্ব জমিতে স্থানান্তরের নির্দেশ দেন।
এই সম্পর্কে আজ ইউএনও উপজেলা প্রশাসনের ভেরিফাইড আইডিতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিটি নিম্নে দেওয়া হলোঃ-
উপজেলাধীন সকল সরকারী রাস্তার পার্শ্ববর্তী পুকুরের পাড় নিজের ভূমির উপর করতে হবে। যেসকল পুকুরের পাড় সরকারী রাস্তার পাশে রয়েছে সেসকল পুকুরের পাড় দ্রুত অপসারণ করে নিজের ভূমিতে স্থানান্তর করার জন্য বলা হলো। এছাড়া, যত্রতত্র নীতিমালা বহির্ভূতভাবে ফিশারি করে জলাবদ্ধতা তৈরি করে জনগণের ভোগান্তি তৈরি করা যাবে না। এ ধরনের অপরাধ করা হলে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী গণউপদ্রব সৃষ্টির কারণে মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তি প্রদান করা হবে।