নাঈম ইসলাম: কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় রাউতি ইউনিয়নের কোনাভাওয়াল গ্রামে জুয়ায় আসক্ত অনেক কিশোরের জীবন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
যাদের হাতে থাকার কথা আজ বই খাতা কলম, যাদের জীবনটা পাড় হওয়ার কথা ইস্কুল কলেজে,তাদের কে আজ গ্রামের কিছু অন্ধ দিশারি বেপরোয়া মানুষ হাতে তুলে দিচ্ছে জোয়ার আবাসপত্র।
বিশেষ তথ্য জানা যায়, এই কিশোর ছোট ছেলেরা তাদের জোয়ার টাকা সংগ্রহ করার জন্য সমাজে তারা অনেক অশ্লীলতা কাজের সাথে জড়িত।
যেমনঃ- এ জুয়ার টাকা যোগাড় করার জন্য তারা চুরি, সন্ত্রাসী সহ বিভিন্ন অসামাজিক অপরাধ কর্মকান্ডের সঙ্গে জড়িত।
গ্রামের সাধারণ মানুষ ও সচেতন মহলের দাবী, তাদের পিছনে অবশ্যই কিছু চক্র আছে, যারা তাদেরকে অনেকভাবে সহযোগিতা করে ও এ খেলার জন্য নিরাপত্তা প্রধান করে, এবং গ্রামের মহাজনেরা তাদেরকে চড়া সুখে টাকা দিয়ে তাদের এই অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এবং যারা এই কিশোরদের রাতের আঁধারে ডেকে নিয়ে যায় জুয়া খেলার জন্য, এ কারণে কোনাভাওয়াল গ্রামে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা মারামারি কাটাকাটি ও ঝগড়া বিবাদ।তাদের কারণে গ্রামের শান্তি নষ্ট হচ্ছে ও সমাজ ধ্বংস হচ্ছে। তাই তারা তাড়াইল উপজেলা প্রসাশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে, তাদের এ ব্যাপারে যথার্থ ব্যবস্থা নেওয়ার জন্য। এ গ্রামের শান্তি ফিরিয়ে আনার অনুরোধ জ্ঞাপন করছে সমাজের সচেতন মহল।
তারিখঃ- ১৩-৬-২০২০খ্রিঃ