ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সর্বত্র সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবায় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য মাইক্রোবাস ( নোহা ব্র্যান্ড) দিয়েছেন ত্রিশাল পৌর সভার মেয়র ও আওয়ামীলীগ নেতা এবিএম আনিছুজ্জামান আনিছ।
এবিএম আনিছুজ্জামান আনিছ বলেন, ত্রিশাল পৌরসভার মেয়র হলেও ত্রিশাল উপজেলাবাসীর সকলেই আমার নিজের মানুষ । তাই করোনাসহ তাদের চিকিৎসার প্রয়োজনেই ত্রিশালের সর্বস্তরের মানুষের স্বার্থে এলাকার রাজনৈতিক দল আওয়ামীলীগে সম্পৃক্ততা এবং জনপ্রতিনিধি হিসাবে মাইক্রোবাসটি আমার পক্ষ থেকে আগামী কাল হাসপাতালের আরএমও নজরুল ইসলামের কাছে দেওয়া হবে । এতে ত্রিশাল উপজেলার মানুষ উপকৃত হবেন।
ইতিপূর্বে ত্রিশালের লকডাউনে গৃহবন্দী হয়ে পড়া নিম্নবিত্ত ৩২ শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ। ব্যক্তিগত তহবিল থেকে কেনা চাল-ডালসহ প্রয়োজনীয় সামগ্রী পৌরসভার ৯টি ওয়ার্ডের বাসিন্দারের বাড়িতে বাড়িতে পৌঁছে দেন তিনি ।
করোনা-বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধও করেছেন আনিছুজ্জামান দুর্ভোগগ্রস্থ মানুষের সমস্যা মেটানোর চেষ্টা করে যাচ্ছেন।
সাবেক ছাত্রলীগের নেতা কামাল হোসেন বলেন, স্থানীয় অনেকে অসময়ে সাহায্য পান আনিছুজ্জামানের নিকট থেকে। উনার কাছে সাহায্য চাইতে গেলে, কখনও কাউকে বিমুখ হতে হয়নি। উপজেলার অধিকাংশ মানুষই বলেন, আনিছুজ্জামান আনিসের কাজে আমরাও গর্বিত। অসময়ে কেউ পাশে দাঁড়ালে অনেক ভাল লাগে । অন্যকে সাহায্য করে কতটা আনন্দ মেলে, আনিছুজ্জানকে দেখে মানুষ শিখতে পারেন ।
ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য গাড়িটি মানুষের চিকিৎসা সেবায় বাড়ি বাড়ি যাওয়ায় কাউকে এখন আর ঝুঁকি নিয়ে হাসপাতালে আসতে হচ্ছে না । খবর দিলেই ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরারা চলে আসেন বাড়িতে । জেলা ও উপজেলা হাসপাতালে ত্রিশালের দূরদূরান্তের মানুষজনকে আর করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকিও কমছে । জেলা ও উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য মানুষ গেলে করোনা সংক্রমণের ঝুঁকিও থেকে যায় ।
মেয়র আনিছুজ্জামান বলেন, করোনাভাইরাসের আপৎকালীন আমার দেয়া মাইক্রোবাসটি আমার প্রাণের ত্রিশাল উপজেলার সব মানুষের জন্য অ্যাম্বুলেন্স তথা চিকিৎসা সেবায় হিসেবে কাজ করবে। এটাই আমার বড় পাওয়া ।