রেজাউল ইসলাম: পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন
করার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও উর্মী ভৌমিক। আদালত সেই সাথে ২১ জনকে ১৯ হাজার ৮’ শ টাকা জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে- মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকাসহ বিভিন্ন হাটবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উর্মী ভৌমিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় দোকানদার, রাস্তায় চলাচল করা মোটরসাইকেল ড্রাইভার, অটো ড্রাইভার ও ইউপি সদস্যকে মুখে মাস্ক ব্যবহার না করার অভিযোগে সংক্রমণ প্রতিরোধ আইন ২০১৮ এর ২৫ (খ) ধারায় এই সব ব্যক্তিদের জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সহকারী দিবাকর বিশ্বাস বলেন- করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালত মাঠে তৎপর রয়েছে। সরকারের জারি করা স্বাস্থ্যবিধি না মেনে কেউ পথে বেরোলে তাকে কোন ছাড় দেওয়া হচ্ছে না। এ অভিযান অব্যাহত থাকবে।’