বান্দরবান রোয়াংছড়ি উপজেলাতে অতি বৃষ্টির কারণে পাহাড় ধসে আশংকা জনক হওয়ার রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের সহ-সভাপতি চহ্লামং মারমার সহযোগীতা রোয়াংছড়ি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এই কয়েকদিন খুব অতিবৃষ্টির হওয়ার কারণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দলের যুব নেতা উমংনু মারমা নেতৃত্বে উপজেলা নিকস্থ এলাকার ও যে সব বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকাতে ১৮ জুন মঙ্গলবার বেলা ১টায় সর্তক মাইকিং করছে । এসময় দুর্গম এলাকার পাহাড়ি ধসে রাস্তা ঘাট ও বসতবাড়ির ঝুঁকির আশংকা দেখা দিলে তাৎক্ষনিকভাবে সরে আসার জন্য প্রচারণার চালাই। রোয়াংছড়ি ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মটিংওয়াই মারমা ও রেড ক্রিসেন্ট দলের উমংনু মারমা বলেন অতি বৃষ্টির প্রভাবে যে সব পাড়াতে বসত বাড়ির ঘর ঝুঁকিপূর্ণ থাকলে তাৎক্ষনিকভাবে সহযোগীতা করবে বলে জানান। উপজেলা প্রশাসন দুযোর্গ কমিটির ঘোষিত নিকস্থ পাড়া কেন্দ্র, রোয়াংছড়ি কলেজ, সরকারি প্রাইমারি স্কুল, বৌদ্ধ মন্দির জায়গাতে আশ্রয় কেন্দ্র হিসেবে চিহ্নিত করে রাখা হয়েছে। এতে উপস্থিতি ছিলেন অংসিংউ মারমা, জীবন তঞ্চঙ্গ্যা, রিতা তঞ্চঙ্গ্যাসহ প্রমুখ।