এস.এম.জামাল উদ্দিন শামীম,ময়মনসিংহঃময়মনসিংহে বৃহস্পতিবার থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা বন্ধ থাকবে। বুধবার রাতে সিভিল সার্জনের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এমন ঘোষণা দেয়া হয়।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কারিগরি ত্রুটি ও নতুন টেস্ট কিট না আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী দুই এক দিনের মধ্যেই এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত হাসপাতালে নতুন করে নমুনা না দেয়ার জন্যও অনুরোধ জানান তিনি।