করোনা মহামারীর মাঝেও থেমে নেই ইয়াবা পাচার। করোনা ঠেকাতে এবং লকডাউন বাস্তবায়নে অাইন শৃংখলা বাহিনীর সদস্যরা যখন ব্যস্ত সেসময় নিত্য নতুন কৌশলে ইয়াবা করছে সংঘবদ্ধ মাদক পাচারকারী সিন্ডিকেট। এদিকে শুকনো মরিচের ব্যাগে করে পাচারকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কলঘর বাজার থেকে ৪০ হাজার ইয়াবাসহ এক যুবককে অাটক করেছে ডিবি পুলিশ। অাটক যুবকের নাম রিয়াজ উদ্দিন (৩১)। সে মহেশখালী উপজেলার শাপলাপুরের ৮নং ওয়ার্ডের বারইয়া পাড়ার আলি আহমদের ছেলে। বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৮টার দিকে জেলা গোয়েন্দ (ডিবি) পুলিশের পরিদর্শক মানস বড়ুয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া জানান-
কলঘর বাজার জামে মসজিদের সামনে রাস্তার উপর দাঁড়ানো এক ব্যক্তির হাতে থাকা শুকনো মরিচের ব্যাগ থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীকেও আটক করা হয়েছে। এ ঘটনায় রামু থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এই পরিদর্শক।