মোঃ মনির হোসেন শাহীন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
অনেকেই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এদের মধ্যে উপজেলা নির্বাহি অফিসার সহ ৯ জন করোনা পজিটিভ এসেছে।
আখাউড়া উপজেলা নির্বাহি অফিসার তাহমিনা আক্তার রেইনা ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দিয়েছেন এবং রাতে রিপোর্ট পজেটিভ এসেছে তিনি করোনা আক্রান্ত রোগীদের বাড়ি লকডাউন করা আইসোলেশন এর ব্যবস্থা করা যেখানে সংবাদ পেয়েছেন করোনা আক্রান্ত হয়েছে সেখানেই তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন, ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফেরত আসা লোকদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এর ব্যবস্থা করেছেন,মৃতদের নিয়ম অনুযায়ী দাফন ও সৎকারের সার্বিক তদারকি করেছেন যেখানে মানুষের ঘরে খাবার নেই খাবারের ব্যবস্থা করেছেন সর্বোপরি একজন নারী হয়েও কোথাও থমকে যান নি অক্লান্ত পরিশ্রম করেছেন পরিশেষে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদুর রহমান।
আখাউড়া উপজেলা সহকারি কমিশনার ভূমি নাজমুল হাসান জানান উপজেলা নির্বাহি অফিসার এর উপসর্গ রয়েছে এবং ২৬ জুন সকালে নমুনা দেওয়ার পর রাত ৯ ঘটিকায় রিপোর্ট পজিটিভ বর্তমানে তিনি আখাউড়া উপজেলা সরকারি বাসভবনে রয়েছেন,
এছাড়াও আখাউড়ায় যারা আক্রান্ত হয়েছেন ইসলামী ব্যাংক এর স্টাফ মোঃসাদ্দাম হোসেন, রেলের নিরাপত্তাকর্মী সিরাজুল হক, রেলওয়ে নিরাপত্তা কর্মী সিরাজুল হকের কন্যা সুমা আক্তার, আখাউড়া রাধানগর হাজী মহল্লার আব্দুর রউফের ছেলে আকবর হোসেন, উপজেলা অফিসের স্টাফ মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার সাজেদুল ইসলাম,মালি আয়াতুল ভূঁইয়া, আখাউড়া উত্তর ইউনিয়নের আদমপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী শাহনাজ পারভীন শিপন করোনা পজেটিভ এসেছে।