ঢাকা সোমবার ২৯ জুন ২০২০: করোনা জয়ী সাংবাদিক ও বিএমএসএফ’র কেন্দ্রীয় সহ-সভাপতি আকরাম হোসেনের মাতা রহিমা খাতুন(৭০)ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি দিনাজপুরের বিরামপুরে রোববার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে মারা গেছেন। মৃত্যুকালে দুই পুত্র দুই কন্যা নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএমএসএফ। সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে বিএমএসএফ’র সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর করোনাজয়ী সাংবাদিক নেতা আকরাম হোসেনের মাতৃবিয়োগে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমীন।