রেজাউল ইসলাম: মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি পিরোজপুর – ৩ আসনের (মঠবাড়িয়া) সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজির বিরুদ্ধে বিক্ষোভ-ঝাঁড়ু মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় উপজেলা চেয়ারম্যানসহ ১১টি ইউনিয়নের চেয়ারম্যানরা।
এডিবির উন্নয়ন খাতের ৬০ লাখ টাকা ফেরত যাওয়ায় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজি বিরুদ্ধে মঙ্গলবার (৩০ জুন) রাত ৮ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন আহমেদ লিখিত বক্তব্য পাঠ করে বলেন, উপজেলা পরিষদকে অকার্যকর করতে স্থানীয় এমপি ডা. রুস্তম আলী ফরাজির অবৈধ হস্তক্ষেপে এডিবির উন্নয়ন খাতের ৬০ লাখ টাকা ফেরত গেছে। উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলী ও হিসাব রক্ষণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদেরকে চাপ সৃষ্টি করে তিনি উন্নয়নে বরাদ্দকৃত টাকা ফেরত পাঠানোর ব্যবস্থা করেন।
জাতীয় পার্টির এই এমপির কাজই হচ্ছে সরকারের উন্নয়নকে বাধা গ্রস্থ করা। গত মার্চ মাসে করোনাভাইরাস (কোভিট -১৯) শুরু হওয়ার পর থেকে তিনি বেঁচে আছে না মারা গেছেন তা মঠবাড়িয়াবাসী জানেন না। এমন কি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আম্ফানেও তাকে কেউ খুঁজে পাইনি। কিন্তু যখনই মঠবাড়িয়ার উন্নয়নের স্বার্থে এডিপি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হলো তখনই তিনি এ ধরনের কর্মকান্ড করলেন।
ওই সংবাদ সম্মেলনে উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, ১১টি ইউনিয়নের চেয়ারম্যানসহ বর্তমান এমপির আপন ভাই আমড়াগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান খলিলুর রহমান খলিল তিনিও উপস্থিত ছিলেন
এর আগে সংসদ সদস্য ডাঃরুস্তম আলী ফরাজির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগে পৌর শহরে বিক্ষোভ-ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাত, রফিকুল ইসলাম রিপন, রিয়াজুল আলম ঝনো, নাসির উদ্দিন চেয়ারম্যান, প্রবীণ চেয়ারম্যান আব্দুস সোবহান শরীফ, মিরাজ মিয়া চেয়ারম্যান, খলিলুর রহমান ফরাজী চেয়ারম্যান, হারুন অর রশিদ চেয়ারম্যান,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা প্রমুখ।