মোঃ রাকিব মাহমুদ (ডাবলু)
করোনা ভাইরাস প্রতিরোধে বগুড়া শহরে পৌর ৯ এলাকায় জলেশ্বরীতলা, সূত্রাপুর, নারলী,মালতী নগর,চেলোপাড়া,নাটাই পাড়া, ঠনঠনিয়া হাড়িপাড়া,ও কলোনী এলকায় রেড জোনের সময়সিমা আবারো ১৫ দিন বাড়ানো হয়ছে। সোমবার বিকাল ৫টা থেকে আগামী ২১ জুলাই পযর্ন্ত এ নিদের্শনা কার্যকর থাকবে।জেলা প্রসাশক (ডিসি) জিয়াউর হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে গত ২২ জুন বগুড়া ৯ এলাকায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রেড জোন ঘোসনা করে জেলা প্রসাশক মন্তনায়। রেড জোনের নিয়মানুযায়ী ২১ দিন পূন হয় গত রোববার ৫ জুলাই পরে সোমবার সকালে বগুড়া জেলা প্রশাসক ও স্বাস্থ্য বিভাগ আর ১৫ দিন রেড জোন কার্যকরের সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরে পাঠান। বিজ্ঞপ্তিতে বলা হয় রেড জোন এলাকায় সব প্রকার ব্যাক্তগত পারিবারিক, সামাজিক, রাজনৈনিক, গনজামায়েত করা সহ সাধারণ আবশ্যিকভাবে নিজ নিজ আবাসস্থলে অবস্হান করবেন। এছাড়া সব প্রকার যান বহন বন্ধ থাকবে।ওষুধের দোকান ইন্টারনেট সেবা ও মোবাইল ব্যাংকিং পরিসেবার আওতার বাহিরে থাকবে কোভিট ১৯ মোকাবিলা ও জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সীমিত আকারে খোলা থাকবে এ দূর্যোগ কালীন সময় প্রকাশ্যে কোন স্তানে বা গন জামায়েত করা বা ত্রান ও খাদ্য সামগ্রী পণ্য বিতরন করা যাবে না