মোঃ মনির হোসেন সাহিন
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় সাংবাদিক অভিজিত বনিকের হুমকীদাতাকে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে—-
দৃঢ়তার সাথে বললেন ওসি প্রভাষ চন্দ্র ধর।
‘নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরাম’ এর সহ- সভাপতি ও নির্ভীক সাংবাদিক অভিজিত বনিককে গতকাল ফেইসবুকে লাউর ফতেপুরের সোহেল রানা নামের এক যুবক অভিজিতের ধর্মকে নিয়ে কটুক্তি করে একটি বিতর্কিত পোস্ট দেয়।
ফেসবুকের ওই ঔদ্ধতপূর্ণ লেখায় অভিজিতকে গালমন্দ ও কটুক্তিসহ হুমকী দেয়ায়, নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরাম তাৎক্ষণিকভাবে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।
পরে নবীনগর থানার নবাগত ওসির সঙ্গে কথা বলে ফোরামের নেতৃবৃন্দ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার লক্ষে গতকাল ৬ই জুলাই সোমবার রাতে নবীনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের সঙ্গে সাক্ষাত করেন।
এই সময় নবাগত ওসি প্রভাষ চন্দ্র ধর নেতৃবৃন্দের কাছ থেকে পুরো ঘটনার বিবরণ ও হুমকীর অভিযোগ শুনে এ বিষয়ে সাংবাদিক অভিজিত বনিককে লিখিতভাবে এর প্রতিকার চাইতে অনুরোধ করে বলেন,”লিখিত অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আমরা সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”
এ সময় নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি সফিকুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপুসহ সংগঠনের নেতৃবৃন্দ ও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
এই ব্যাপারে জানতে চাইলে নবীনগর থানার নবাগত ওসি প্রভাষ চন্দ্র ধর আজ সকালে বলেন সাংবাদিক অভিজিৎ বনিক লিখিত অভিযোগ করলে, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে