রেজাউল ইসলাম (মঠবাড়িয়া) পিরোজপুর:: পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের আইনজীবিরা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়াল পদ্ধতি বাতিল করে স্বল্প পরিসরে স্বাভাবিক নিয়মে ফৌজদারী এবং দেওয়ানী আদালতের কার্যক্রম পরিচালনার দাবিতে মানববন্ধন করেছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ মানববন্ধন কর্মসূচিতে সকল আইনজীবী ও আইনজীবী সহকারিগন অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান মুন্সীর সভাপতিত্বে বক্তব্য দেন, সরকারি এপিপি অ্যাডভোকেট মজিবুর রহমান, এডভোকেট দিলীপ কুমার পাইক, অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন মিঠু, অ্যাডভোকেট জামাল হোসেন, অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বৈশ্বিক করোনা ভাইরাস মহামারিতে আইনজীবীরা দুর্বিষহ জীবনযাপন করছে। দেশের সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে চললেও আদালতের কার্যক্রম চলছে ভার্চুয়াল পদ্ধতিতে। বক্তারা অবিলম্বে ভার্চুয়াল পদ্ধতি বাতিল করে স্বল্প পরিসরে স্বাভাবিক নিয়মে আদালত পরিচালনা করার জন্য মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ সরকারের নীতিনির্ধারকদের কাছে জোর দাবি জানান। এসময় মঠবাড়িয়া উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।