হাফিজুর রহমান শিমুলঃসাতক্ষীরার কালিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে দুই দিনের ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাটি কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামে ঘটেছে। মৃত ব্যক্তি ব্যবসায়ী শেখ মাওলা বক্স (৪৪) সে ২নং ওয়ার্ডের বাজারগ্রাম রহিমপুর গ্রামের শেখ আতাউল্যাহ অরফে আতা’র ছেলে। স্থানীয় ইউপি সদস্য শেখ খায়রুল ইসলাম জানান, দুই সস্ত্রী ও তিন সন্তানের জনক মাওলা বক্স প্রায় এক সপ্তাহ যাবৎ জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হয়ে নিজ গৃহে অবস্থান করছিলেন। তার মা গত রবিবার রাতে করোনা উপসর্গ নিয়ে মারা যান। সোমবার সরকারী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এদিকে মাওলা বকস্ এর মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৫ টায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসকগন তাকে খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। খুলনা নিয়ে যাওয়ার পথে সকাল ৮ টায় তার মৃত্যু হয়। সেখান থেকে লাশ বাড়িতে এনে প্রশাসনিক পরামর্শ মোতাবেক দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকতা ডা. শেখ তৈয়েবুর রহমান, কুশুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, থানা পুলিশ ও কুশুলিয়া করোনা এক্সপার্ট টিমের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে বাড়িটি লকডাউন ঘোষনা করেন ।