কার যেন হেঁটে চলা খালি পায় তাহাজ্জদে-
টের পাই তুমি আছো।
কার যেন গন্ধ বিলায় ধুপের ধোয়া-
টের পাই তুমি আছো।
কার যেন সম্ভাষণে উচ্চারিত হয় আমার নাম-
টের পাই তুমি আছো।
কার যেন কোমল হাতটি টেনে ধরে আমার হাত-
টের পাই তুমি আছো।
কার যেন দাঁড়িতে নেমে আসে সকালের থকথকে রোদ-
টের পাই তুমি আছো।
কার পিছু যেন ছুটে চলি কর্মময় দিন-
টের পাই তুমি আছো।
কার যেন হাসিতে ফেঁটে আমারই হাসি-
টের পাই তুমি আছো।
কার যেন চোখ ভেজে আমারই কান্নায়-
টের পাই তুমি আছো।
কার যেন আশির্বাদ আমার পথের মোড়ে-
টের পাই তুমি আছো।
কার যেন প্রার্থনাজুড়ে আমার আনাগোনা-
টের পাই তুমি আছো।
কার হাত যেন পরশ বুলায় আমার মাথায়-
টের পাই তুমি আছো।
কার যেন সাদা পাঞ্জাবীটা দোলে ছাদের তারে-
টের পাই তুমি আছো।
কার যেন বাগানজুড়ে হাসনাহেনা গোলাপ ফোঁটে-
টের পাই তুমি আছো।
কার যেন উঁচু দাত হাসিভরা মুক্তা ছড়ায়-
টের পাই তুমি আছো।
কে যেন খোঁজ নেয়, কতদূর গেলাম-
টের পাই তুমি আছো।
কে যেন চিঠি লেখে, মগ্ন হয়ে শুভ্র প্রভাতে-
টের পাই তুমি আছো।
কে যেন পাশে বসায়, খেতে হবে-
টের পাই তুমি আছো।
কে যেন ফোন করে, চলে এসো-
টের পাই তুমি আছো।
কে যেন সালাম জানায়, সালামের আগে-
টের পাই তুমি আছো।
কে যেন কান ধরে টেনে বলে, মানুষ হও-
টের পাই তুমি আছো।
কে যেন বলে রাখে, ভোরে উঠো-
টের পাই তুমি আছো।
আসলেই কি আছো তুমি?
নাকি বিভ্রম সব, মরীচিকার টের পাওয়া?
নাকি সম্পাদ্যের রেখাহীন জ্যামিতিক দুঃখগুলো?
নাকি মিথ্যে আমার পরিযায়ী স্বপ্নগুলো?
নাকি গন্তব্যহীন আমার হোঁচট খাওয়া আবদারগুলো?
তুমি কি আছো?
তবে বলে দাও আদরের উচ্চারণে-
তুমিও টের পাও আমার টের পাওয়াগুলো।
লেখক :
মোঃ মনিরুল ইসলাম
পরিচালক
খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউট