ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে শনিবার রাতে ৫ দশমিক ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা।
তিনি জানান, শনিবার রাতে রাজ্যটির বেশ কয়েকটি জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা এলাকায় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম একটি ভূমিকম্প প্রবণ এলাকা কাশ্মীর উপত্যকা।