মোঃ আব্দুল্লাহ আল হাদী:কক্সবাজার জেলায় প্রতিটি উপজেলায় ২০ হাজার ৩২৫ টি করে মোট ১ লক্ষ ৬২ হাজার ৬০০ টি চারা বিতরণ ও রোপনের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ১৬ জুলাই সকালে কক্সবাজার সার্কিট হাউজে বন বিভাগের সহায়তায় একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচীর অংশ হিসাবে কক্সবাজার জেলায় এ কার্যক্রম শুরু করা হয়। কক্সবাজার জেলা প্রশাসন, কক্সবাজার উত্তর ও দক্ষিণ বন বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান মোল্লা, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, উত্তর ও দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।