মুহাম্মাদ শোরাফ উদ্দিন :লক্ষ্মীপুর কমলনগর উপজেলার ০৮ নং চর কাদিরা ইউনিয়নের বাসিন্দা মোঃ সিদ্দিক। তিনি সকলের কাছে তার মেয়ের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন করছেন সকলের কাছে।তার মেয়ে সাদিয়া আক্তার (২)বছরের বাচ্চা শিশু আজ মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত। তিনি বলেন সাদিয়ার এক চোখের মধ্যে ক্যান্সার দেখা দিয়েছে। আজ চিকিৎসার অভাবে সাদিয়ার এক চোখ নষ্ট হয়ে গেছে।তার চোখ অপরেশন করতে ব্যপক খরছ প্রায় তিন লক্ষ টাকার প্রয়োজন। যা অসহায় সিদ্দিকের খরচ করা সম্ভব নয়।এক দিকে মেয়ের জীবন বাঁচাতে চান,অন্য দিকে এত টাকা যোগান দেওয়া ও সম্ভব নয়।তাই মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে হলে চিকিৎসার প্রয়োজন। টাকার অভাবে চিকিৎসা করতে না পারায় সাদিয়া আজকে বিনা চিকিৎসায় ভুগছেন। তাই সকলের কাছে তার মেয়ের জন্য মানবিক সহায়তা ছেয়েছেন।
মানবিক সহায়তা দেওয়ার জন্য যোগাযোগ করুন :01628366696