পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও বিদেশের সকল নেতাকর্মীকে জনবন্ধু’ ইউনুছ আলী ভূইয়ার পক্ষে শুভেচ্ছা জানিয়েছেন আদর্শ ছাত্র বন্ধু ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কলামিষ্ট কবির নেওয়াজ রাজ। ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ একবছর পর সবার জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল আযহা।আমরা সবাই হিংসা অহংকার ভেদাভেদ ভুলে এক কাতারে শামিল হবো ও আনন্দ ভাগাভাগি করে নেবো। ঈদের আনন্দ বাংলার প্রত্যেক ঘরে ঘরে জুড়ে উঠুক আনন্দনময়। আদর্শ ছাত্র বন্ধু ফাউন্ডেশন এর সকল নেতা কর্মী, শুভাকাঙ্ক্ষী সহ সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা। আমরা কুরবানীর শিক্ষায় উজ্জ্বীবিত হয়ে ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হতে চাই।উৎসবের সঙ্গে সঙ্গে ঈদে থাকুক নিরাপত্তা ও সচেতনতা। কোরবানির কারণে যেন আমাদের পরিবেশের কোন প্রকার ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে।ঈদুল আজহা’র এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সকল ইবাদাত, ত্যাগ, কোরবানি কবুল করেন এবং আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন। নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ থাকার জন্য সহযোগিতা করুন।