মোহাম্মদ আল-আমিন,ডেস্ক রিপোর্ট: নাটোরের বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মী বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন। রোববার বিকেলে এ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, বিকেল পাঁচটার দিকে ঢাকা থেকে পাবনাগামী দিগন্ত এক্সপ্রেস নামের একটি বাস রেজুর মোড়ে একটি প্রাইভেট কারকে ওভারটেক করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক ক্ষতিগ্রস্ত হলেও তা উল্টে যায়নি। শীতাতপনিয়ন্ত্রিত ওই বাসটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ৪২ জন কর্মী ছিলেন। তাঁরা ঢাকায় করোনা পরীক্ষা শেষে কর্মস্থলে ফিরছিলেন। অন্যদিকে বিআরটিসির ট্রাকে চাল বহন করা হচ্ছিল।