ঠাকুর পাড়া মসজিদ সংলগ্ন এলাকায় মসজিদের সামনে সরকারি পথ যা প্রায় ১২ ফুট প্রসস্থ। কিন্তু এই পথে একটি ছোট ব্রিজ যা তৈরি হয় গত ১০ বছর আগে। এবং ঐ রাস্তায় নতুন ভাবে সুন্দর করে পিচ ঢালা রাস্তায় পরিনত হয় গত ৩-৪ বছর আগে কিন্তু দ্বায়িত্ব প্রাপ্ত কর্মীরদের কর্মের নিম্ন মানের জন্য বর্তমানে ঐ ১২ ফুটের ভাঙ্গা ব্রিজ তৈরি হয়েছে মহা মরণ ফাঁদের বর্তমানে এর প্রায় ৭-৮ ফুট অংশ এমন ভাবে ভেঙ্গে আছে যা সম্পূর্ণ ব্যবহার যোগ্য নয়। এখন এটি একি ৫ ফুটের ‘ওয়ান ওয়ে’ রাস্তায় পরিনত হয়েছে একদিক থেকে গাড়ি আসলে অন্য দিকে গাড়ি থামিয়ে রাখতে হয়।যাতে যানজট সৃষ্টি হচ্ছে এতে স্থানীয় জনগণ অতিষ্ঠ হয়ে পরেছে।এটি কুমিল্লা সিটি করপোরেশন এর ৮নং ওয়ার্ডের মধ্যে পরেছে যে ওয়ার্ডে বর্তমান কাউন্সিলারের নাম আকরাম।
রাস্তার এই ভাঙ্গন প্রতিনীয়ত বাড়ছে আর তৈরি হচ্ছে মরন ফাঁদ এলাকার মানুষ এই মরণ ফাঁদ থেকে মুক্তি পেতে চান। মাননীয় কুমিল্লা সিটি করপোরেশন এর মেয়র সাহেব এর দৃষ্টি আকর্ষণ করছি অনুগ্রহ করে এই রাস্তার মেরামত করে দিন। যাতে করে ঐ এলাকার মানুষকে বড় কোন সমস্যার সম্মুখীন হতে না হয়। তথ্য প্রদানে এলাকাবাসী।