কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে গোসল করতে নেমে শিফাত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শিফাত কক্সবাজার শহরের পাহাড়তলীর সত্তর ঘোনা এলাকার আব্দুল আমিনের ছেলে।
সৈকতের বিচকর্মী মাহাবুবুর রহমান জানান, বিকেলে সিগাল পয়েন্টে একদল শিশু গোসল করতে নামে। এরমধ্যে স্রোতের টানে ভেসে যায় সিফাত। প্রায় আধা ঘণ্টা পর লাইফগার্ডকর্মীরা শিশুটিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।