নিজস্ব প্রতিনিধি: আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র গাজীপুরে ‘ব্রিফ ইন্টারভেনশন, ক্রাইসিস ম্যানেজমেন্ট, ডি-স্কেলেশন টেকনিক এর উপর এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের অঙ্গ প্রতিষ্ঠান আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র গাজীপুরের আয়োজনে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দিনব্যপি এই কর্মশালায় আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র যশোর, আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র এবং আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযত্ম কেন্দ্র মুন্সীগঞ্জ সেন্টারের মোট ২০ জন কর্মী উপস্থিত ছিলেন।
উক্ত প্রশিক্ষনটি ফ্যাসিলেটেশন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আবাসিক চিকিৎসক ডাঃ রেহানুল ইসলাম। এছাড়াও প্রশিক্ষনটিতে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গলী।