মাদারীপুর জেলা প্রতিনিধি:মাদারীপুরের রাজৈর উপজেলার ইউএনও সোহানা নাসরিনের বিদায় সংবর্ধনা ও নয়া ইউ এনওকে স্বাগতম অনুষ্ঠানে সাবেক নৌপরিবহন মন্ত্রী মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য জনাব শাজাহান খান এমপি। উপজেলা আজমত আলী খান মিলন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা শচীনের বিদায় অনুষ্ঠান হয়েছে।
এসময় রাজের উপজেলা পরিষদের আয়োজনে বিদায়ী সমাজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব শাজাহান খান এমপি, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এমোতালেব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবাগত ইউএনও মোঃ আনিসুজ্জামান ,স্থায়ী সদস্যের প্রতিনিধি আ ফ ম ফুয়াদ, ভূমি কর্মকর্তা রেজাউল কোভিদ উপজেলা শ্রমিকলীগ সভাপতি শাহাবুদ্দিন শাহ, গোপা শারমিন, আব্দুল মতিন খন্দকার। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিভিন্ন কর্মকর্তা, ইউ পি চেয়ারম্যানগন, রাজনৈতিকগন।
এ সময় বিদায়ী ইউএনও সোহানা নাসরিনকে ক্রেস্ট প্রদান করা হয় এবং ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন করা হয় এবং নয়া ইউএনও মোঃ আনিসুজ্জামানকে ফুলের শুভেচ্ছা স্বাগতম জানানো হয়।
অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।