আজ থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন। চলবে ২৪ মে পর্যন্ত। ভর্তিচ্ছুরা ভর্তির জন্য অনলাইনেwww.xiclass admission.gov.bdএ ঠিকানায় অথবা মুঠোফোনের (টেলিটক) খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে আবেদন করতে পারবে। এরপর ফল প্রকাশ এবং ভর্তি প্রক্রিয়া শেষে ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে। ভর্তিচ্ছুরা তিন দফায় পছন্দের কলেজে আবেদনের সুযোগ পাবে।শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভর্তিচ্ছুরা অনলাইনে আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীরা ১৫০ টাকা ফি জমা দেওয়ার মাধ্যমে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। আর এসএমএসের মাধ্যমে আবেদনের জন্য কলেজপ্রতি ১২০ টাকা ফি দিতে হবে। গত কয়েক বছরের মতো এ বছরও মাধ্যমিকের ফলের ওপর ভিত্তি করে কলেজ বরাদ্দ দেওয়া হবে ভর্তিচ্ছুদের। এবার একাদশ শ্রেণিতে শতভাগ মেধার ভিত্তিতে ভর্তি করা হবে। তবে মেধার ভিত্তিতে ভর্তির পর বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত (কোটা) শিক্ষার্থী ভর্তি করা যাবে। এজন্য তাদের ১১ ভাগ অতিরিক্ত সংরক্ষিত থাকবে। জানা গেছে, একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজ নির্ধারণ করে দেওয়া হবে। কলেজে ভর্তির জন্য প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১০ জুন। এরপর আরও দুই দফায় আবেদন গ্রহণ করা হবে। ২৭ থেকে ৩০ জুনের মধ্যে ভর্তির কাজ শেষ করে ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে।