সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আদর্শ ছাত্র বন্ধু ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা জনবন্ধু ইউনুস আলী ভূঁইয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক সচিব জনাব নজরুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কলামিষ্ট কবির নেওয়াজ রাজ।
শনিবার এক শোকবার্তায় এই শোক প্রকাশ করেন ।
আজ সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে মারা যান প্রবীণ এই আইনজীবী। তার বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত নানা সমস্যায় আক্রান্ত হয়ে আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রফিক-উল হক।অবশেষে কবির নেওয়াজ রাজ বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তার পরিবারকে শোক সইবার মত শক্তি দান করুন,আমিন ।