দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনের পাশে খোলা আকাশের নিচে বসানো করোনার নমুনা সংগ্রহের বুথটি ভেঙ্গে চুরমার। রাতে কে বা কাহারা এই বুথটি ভেঙ্গে চুরমার করেছে।ইতি মধ্যে বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।এবং এবিষয়ে নৈশ্য প্রহরীকে তিন দিনের মধ্যে সঠিক কারণ উদঘাটন করে জবাব দিতে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান। এবিষয়ে তিনি বলেন কে বা কাহারা এই ঘটনা ঘটিয়ে আমারা এখো জানতে পারিনি,তবে যেই করুক না কেন ঘটনা তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি এই ঘটনায় নৈশ্য প্রহরীর কোন গাফলাতি থাকে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে থাকা করোনার নমুনা সংগ্রহ বুথটি ভাঙ্গচুর হওয়ার ঘটনায় হাসপাতালে শৃঙ্খলা ও নিরাপত্তা নেই বলেও মন্তব্য করেছেন সচেতন মহল।এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর বাদি জানিয়েছেন সাধারণ মানুষ।এবং সাথে সাথে হাসপাতালে চিকিৎসা সেবাসহ বিভিন্ন বিষয়ের প্রতি দৃষ্টি রাখতে কতৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ ও সচেতন মহল।