শুধু অর্থ-সম্পদ থাকলেই বড় মানুষ হওয়া যায় না। বড় মানুষ হতে হলে, বড় মনের অধিকারী হতে হয়। অন্যের জন্য যখন কিছু করতে পারি, তখন নিজেকে খুব ভালো লাগে। ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। আসুন নিজে বাঁচি এবং অন্যকে বাঁচানোর জন্য চেষ্টা করি।মানুষের জন্য মানবতা, মানবতার জন্যেই মানুষ।অসহায় ও দরিদ্র মানুষের নিয়ে লেখালেখি করাই আমার কাজ। আমি টাকা দিয়ে সাহায্য করতে না পারলেও লেখনীর মাধ্যমে সমাজের হতাশা অসহায় ও দরিদ্র মানুষের নিয়ে লেখালেখি করি এবং সমাজের উচ্চবিত্ত মানুষের কাছে আমি বলতে চাই আপনারা আপনাদের নিজের স্থান থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ান। ধনীদের যেটা কর্তব্য গরিবদের সেটা অধিকার ।দশের লাঠি একের বোঝা। সকলে ভাল থাকুন, সুস্থ থাকুন।সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
মো:কবির নেওয়াজ রাজ
সম্পাদক ও প্রকাশক
মানুষের কল্যাণে প্রতিদিন।