মাগুরা-ঝিনাইদহ সড়কের হাওড় এলাকায় একটি নছিমন উল্টে দুই জন নিহত হয়েছে। নিহতরা হলেন- সদর উপজেলার জাগলা গ্রামের হাফিজার মোল্লার ছেলে নূর ইসলাম (২৭) ও শোলই গ্রামের আকতার হোসেনের ছেলে মামুন (২৫)।শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, সকাল ১০ টার দিকে সদরের জাগলা থেকে স্যালো ইঞ্জিন চালিত গাড়িটি (স্থানীয়ভাবে তৈরী তিন চাকার মিনি ট্রাক) কাঠ বোঝাই করে মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা এলাকায় একটি ভাটায় যাচ্ছিল। পথিমধ্যে আবালপুর এলাকায় পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ঘটনা স্থলেই চালক নুর ইসলাম নিহত হন। আহত হন ৩ শ্রমিক। আহতদেরকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে মামুন নামে আরো এক ভাটা শ্রমিকের মৃত্যু হয়।