বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে । কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে (রফিকুল ইসলাম সিজু) ও সাধারণ সম্পাদকঃ (কাজি ফরহাদ’কে) নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর২০২০) উপজেলা চত্ত্বরে কালীগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেকলীগের আহবায়ক রফিকুল ইসলাম সিজু’র সভাপতিত্বে ও যুগ্ম অাহবায়ক সায়েম মিয়া সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, উদ্বোধক গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড. মোশারফ হোসেন ভুঁইয়া, প্রধান বক্তা সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক অাব্দুল্লা অাল সায়েম ও কৃষিভিত অা,স, ম মাহবুব, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সঞ্জিত মল্লিক বাবু।
এসময় উপস্থিত ছিলেন জেলা অা’লীগের যুগ্ম সম্পাদক, অাশ্রাফি মেহেদী হাসান, উপজেলা অা ‘লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিন সরকার, সহ সভাপতি শরিফুল ইসলাম তোরণ, সাধারন সম্পাদক এইচ এম অাবু বকর চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য শহিদুল কাদির পাপ্পু, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড মাকসুদ উল অালম খান,
মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, পৌর অা’লীগ সভাপতি এস,এম রবিন হোসেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক অাশ্রাফুজ্জামান প্রমুখ। শেষে কালীগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হিসেবে রফিকুল ইসলাম সিজু ও সাধারণ সম্পাদক হিসেবে কাজি ফরহাদকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।