আদর্শ ছাত্র বন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ নামক একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠনটি সুচিন্তিত সমাজকর্মী হওয়ার প্রথম ও প্রধান শর্ত মানুষের কল্যাণে কাজ করার ঐকান্তিক ইচ্ছা পোষন যেন এক উদার মনের পরিচয় বলে মনে করে থাকে। এই ইচ্ছা করাটা সবার পক্ষেই সম্ভবপর হয় না। যার যার সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে কিছু কাজ করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। মানুষ হিসেবে মানুষের কল্যাণে কাজ করা প্রকৃত মানুষের কাজ। আর এ কাজ করলেই কেবল মানুষ শ্রেষ্ঠত্বের দাবি করতে পারে। সমাজকর্মীদের মূল লক্ষ্য ও উদ্দ্যেশ্য হচ্ছে, মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পরকালিন শান্তি। কিন্তু সমাজকর্মী হিসেবে সবচেয়ে বড় পাওনা । চাহিদা হচ্ছে, শান্তিতে বসবাসযোগ্য একটি সৌহার্দ্যপূর্ণও ভ্রাতৃত্ববোধ উন্নয়নমুখী সমাজ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাওয়া।সমাজ উন্নয়নে দেশ ও জাতির জন্য কিছু এবং মরণের মাঝে বেঁচে থাকার মাঝে ও কিছু অসহায় এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে থেকে তাদের উন্নয়নের তাগিদে আত্মমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেনা।সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কলামিষ্ট কবির নেওয়াজ রাজ বলেন ‘আমাদের প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসই পারে যেকোনো দুর্যোগ মোকাবেলায় দেশকে প্রস্তুত করতে, যুবসমাজকে মাথা উঁচু করে চলতে, ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহ যোগাতে , অবহেলিত জনসমাজকে দারিদ্রের সাথে যুদ্ধ করতে, সমাজকে উন্নত , আধুনিক ও যুগোপযোগী করতে, সরকারের হাতকে শক্ত করতে, দেশকে সামনের দিকে নিয়ে যেতে অগ্রপথিক হিসেবে কাজ করতে।আমরা কি পারি না এমন একটি সেবামূলক সংগঠনের সাহায্য করতে? যে সংগঠনটি শত্রু-মিত্র নির্বিশেষে সকলের সেবা করবে।আসুন আদর্শ ছাত্র বন্ধু ফাউন্ডেশন এর শুভাকাঙ্ক্ষী হয়ে,আত্মমানবতার সেবায় কাজ করি।