হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরায় দিনব্যাপী অনূষ্ঠিত হয়েছে ষোড়শ কবিতা উৎসব-২০২০। “নিরাপদ জীবনের জন্য কবিতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা কবিতা পরিষদের আয়োজনে শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে কবিতা পরিষদের সভাপতি কবি মন্ময় মনিরের সভাপতিত্বে কবিতা উৎসবের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার সিনিঃ জেলা ও দায়রা জজ বিশিষ্ট কবি শেখ মফিজুর রহমান। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় মহতি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যাক্তিত্ব কবি রেজাউদ্দীন স্টালিন, টিভি ও নাট্য ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাসার, কবি ও সাহিত্যিক কামরুল ইসলাম ফারুক, কবি নুরুল ইসলাম, কবি ও প্রাবন্ধিক কিশোরী মোহন সরকার, কবিতা পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, শিল্পি রোজ বাবু, কবি শুভ্র আহম্মেদ, কবি ও বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু, ষোড়শ কবিতা উৎসবের আহবায়ক সরদার গিয়াসউদ্দিন, যুগ্ম আহবায়ক গুলশান আরা, প্রধান সমন্বয়কারী তৌফিক আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে পরিবেশ উন্নয়নে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, কবিতায় রেজাউদ্দিন স্টালিন ও কবিতায় কিশোরীমোহন সরকার কবিতা পরিষদ পুরুস্কারে ভুষিত করা হয়। দেশের রাজধানীসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে অংশগ্রহন করেন কবি ও সাহিত্যিকবুন্দ। ষোড়শ কবিতা উৎসব ছড়ায়, কবিতা আর ছন্দে মুখরিত হয়ে ওঠে।