ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা নাটঘর ইউনিয়ন রসুলপুরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত বাছির মিয়া (৫৯) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বাছির মিয়া উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আজম মুন্সীর ছেলে। তিনি রসুলপুর বায়তুল আতিক জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানাযায়, রসুলপুর গ্রামের বর্তমান ইউপি সদস্য সহিদ মেম্বারের সাথে বাছির মিয়ার ভাই সাবেক ইউপি সদস্য সোবান মেম্বারের নির্বাচন নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৩/১১/২০ তারিখ সকালে সহিদ মেম্বারের লোকজনের সাথে বাছির মিয়ার কথাকাটাকাটি হয়, কথা কাটাকাটির একপর্যায়ে সহিদ মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। পরে গুরুতর আহতাবস্থায় বাছির মিয়াকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসা শেষে তাকে পুন:রায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
সেখানে বাছির মিয়া দীর্ঘ ২ মাস ৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশীদ জানান, ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি রয়েছে।