চুয়াডাঙ্গা জেলায় সফলভাবে অনুষ্ঠিত হলো ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ তাদের উদ্ভাবিত প্রকল্প মেলায় প্রদর্শন করেন। এছাড়াও ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজন করা হয় উপস্থিত বক্তৃতা এবং বিজ্ঞান অলিম্পিয়াড। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আজিজুর রহমান এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক জনাব মোঃ সিদ্দিকুর রহমান ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম মনিরা পারভিন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চুয়াডাঙ্গা।