গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম ০৫/০২/২০২১ ইং তারিখ বিকাল আনুমানিক সাড়ে চার ঘটিকায় কক্সবাজার সদর মডেল থানাধীন খুরুলিয়ায় অভিযান পরিচালনা করে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের উত্তর পার্শ্বে ইয়াছিন ক্রোকারিজ নামীয় দোকানের সামনে হতে শামসুন নাহার (৪২), স্বামী- মৃত রহিম উদ্দিন প্রকাশ বাহাদুর, সাং- খরুলিয়া নয়াপাড়া, ০৮ নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন, থানা-;কক্সবাজার ও মোঃ কামাল উদ্দিন, পিতা- মৃত ফজল করিম, সাং- খরুলিয়া মাস্টার পাড়া, ০৯ নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন, থানা- কক্সবাজার নামীয় দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে মোট ১০০০০(দশ হাজার) পিস ইয়াবাসহ আটক করে। এসময় তাদের নিকট হতে মাদক বিক্রয় লব্দ ৮৪০০ টাকাও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং এর আগেও একাধিক বার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে মাদকসহ আটক হয়েছিলো বলে জানায়। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব জীবন বড়ুয়া বাদী হয়ে আটককৃত ব্যক্তি শামসুন নাহার ও মোঃ কামাল উদ্দিন উভয়কে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সনের ৩৬(১) সারণীর ১০(গ), ২৬(১) ও ৪১ ধারায় কক্সবাজার সদর একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকবিরোধী এই সাঁড়াশি অভিযান ভবিষ্যতে ও চলামন থাকবে।