রোয়াংছড়ি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে কোভিড-১৯, টিকাগ্রহণ,উদ্বুদ্ধকরণ সচেতনমূলক সংক্রান্ত র্যালি ও আ্রলোচনা সভা অনুুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ এর চত্ত্বর থেকে শুরু হয়ে রোয়াংছড়ি বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের উপজেলা পরিষদের প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২২ ফ্রেব্রুয়ারী ২০২১) আয়োজিত অনুষ্ঠানের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল্যাহ আল জাবেদের সভাপতি উপস্থিত ছিলেন নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, আনসার ও ভিডিপি উপজেলা প্রশিক্ষিকা সুলতানা আক্তার। এসময় নির্বাহী কর্মকর্তা মো: আবদুল্যাহ আল জাবেদ বলেন আনসার ও ভিডিপিদের দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে দক্ষতা সাথে কাজ করে যাচ্ছেন। কোভিড-১৯, প্রতিরোধে ব্যাপক টিকাগ্রহণের সংক্রান্ত সতেনমূলক উদ্বুদ্ধকরণ ও প্রচার প্রসার করতে আহ্বান জানিয়েছে।
২২ ফ্রেব্রুয়ারী ২০২১ইং
হ্লাছোহ্রী মারমা
রোয়াংছড়ি,বান্দরবান।
মোবাইল নং: ০১৮৪৫২৪০২৪৭