বাংলাদেশ আওয়ামী তরুণলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এনেক্স ভবনে তরুণ লীগের সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে ও ঐতিহাসিক ৭ই মার্চ নিয়ে তরুণ লীগের সাধারণ সম্পাদক জি এম শফিউল্লাহ র উপস্থিতিতে এক আলোচনা সভা করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর ইদ্রিস মোল্লা,কলামিষ্ট কবির নেওয়াজ রাজ, এডভোকেট নুরুজ্জামান প্রমুখ। তরুণ লীগের সাধারণ সম্পাদক জি এম শফিউল্লাহ তার বক্তব্যে বলেন আজ অগ্নিঝরা মার্চ মাসের প্রথম দিন আজ থেকে পুরা মার্চ মাসব্যাপী বাংলাদেশ আওয়ামী তরুণ লীগের কার্যক্রম চলমান থাকবে। স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ই মার্চ তার বক্তব্যেই বাংলার কৃষক জনতাকে জাগিয়ে তুলেছিলেন আজ সেই বক্তব্য জাতিসংঘের দলিল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। বাংলাদেশ আওয়ামী তরুণ লীগের সকল নেতাকর্মী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে এবং আগামীতেও কাজ করে যাবে ইনশাল্লাহ।