মাজহারুল রাসেল : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার রয়েল রিসোর্টে সহিংসতার মামলায় সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে হেফাজতে ইসলামের তান্ডবে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আরো ২জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
রবিবার (১১ এপ্রিল) উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার ঈসাখাঁ মোবাইল মার্কেটে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের নেতৃত্বে সেকেন্ড অফিসার (এসআই) ইয়াউর রহমান,এসআই রাকিব, এএসআই নাসির, এএসআই অনিক, এএসআই আনিস অভিযান চালিয়ে মোঃ শহিদুল ইসলাম (৩১) ও মোঃ হাসান (৩৫) নামে দুজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মোঃ শহিদুল ইসলাম বৈদ্যেরবাজার এলাকার উলুকান্দি মাদ্রাসায় কর্মরত আছেন। তিনি বাগেরহাট জেলার সদর থানার মান্দ্রা এলাকার রজব আলী মোল্লার ছেলে। অপরজন মোঃ হাসান (৩৫) সোনারগাঁ উপজেলার বাংলাবাজার কাটাখালী এলাকার আবু জাহেরের ছেলে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান, সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে মোঃ শহিদুল ইসলাম (৩১) ও মোঃ হাসান (৩৫) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের শনাক্ত করে গ্রেফতার করে তাদের কে আইনের আওতায় আনার জন্য পুলিশি অভিযান অব্যাহত থাকবে।