যশোর জেলা পুলিশে কর্মরত এসআই(নিঃ)/ গোলাম কিবরিয়া ১৭/০৪/২০২১ খ্রিঃ রাত ০২.৪৫ ঘটিকায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), মৃত্যুকালে তার বয়স ছিল ৫৬ বছর।
অদ্য ১৭/০৪/২০২১খ্রিঃ সকাল ০৯:৩০ ঘটিকায় যশোর পুলিশ লাইন্স জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনু্ষ্ঠিত হয়।
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয় এক বিবৃতিতে এসআই গোলাম কিবরিয়া এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তার রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
পুলিশ সুপার বলেন, প্রতিটি মৃত্যুই আমাদের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করে। তবুও প্রিয় সহকর্মীকে হারানোর এ শোককে শক্তিতে পরিণত করে আমাদের এগিয়ে যেতে হবে।
মরহুমের জানাযার নামাজে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ (অপরাধ ),যশোর সহ জেলা পুলিশ যশোরের উদ্ধর্তন কর্মকর্তাগণ।
উল্লেখ্য যে, মরহুম এসআই(নিঃ)/ গোলাম কিবরিয়া গত ২৯/১০/১৯৮৪ খ্রিঃ তারিখে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে দীর্ঘ ৩৬ বছর ০৫ মাস ১৯ দিন সুনামের সহিত চাকুরী করিয়াছেন।
তিনি নড়াইল জেলার নড়াগাতি থানাধীন বাঐসোনা গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি মৃত্যুকালে স্ত্রীসহ দুই পুত্র সন্তান রেখে যান।