ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় নলছিটির উপজেলার বিভিন্ন ইউনিয়নে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজেন ফাউন্ডেশনের স্যালাইন বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২৮ এপ্রিল) বিকেলে সুবিদপুর ইউনিয়নের অসহায় ও মহামারি করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষের মাঝে খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
স্যালাইন বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব গোলাম মাওলা শান্ত, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, পৌর শাখার সভাপতি পলাশ হাওলাদার, প্রচার সম্পাদক আরিফুর রহমান গাজী, সুবিদপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. ফারুক আহম্মেদ খান, যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, সঞ্জীব কুমার দাস, সদস্য সচিব মো. ফয়সাল খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক অ্যাড. কাওসার হোসাইন বলেন, নলছিটি উপজেলায় আশঙ্কাজনক হারে ডায়রিয়ার রোগী বেড়ে যাওয়ায় স্যালাইনের সংকট দেখা দিয়েছে। পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন সিটিজেন ফাউন্ডেশনের উদ্যোগে ১০ হাজার পিস খাবার স্যালাইন বিতরণ করা হবে। ইতিমধ্যে বেশ কয়েকটি ইউনিয়নে স্যালাইন বিতরণ সম্পন্ন হয়েছে। ডায়রিয়ার প্রকোপ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ বিতরণ কার্যক্রম চলবে।